আমিনুল

  •                মোঃ আমিনুল হক                                                                   

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মহব্বতপুর গ্রামে আমি বসবাস করি।

আমি রাজশাহী কলেজ  ভূগোল বিভাগ থেকে অনার্স ডিগ্রি লাভ করি ১৯৯৯ ইং  সালে' এবং ২০০০ ইং সালে এমএসসি ডিগ্রি অর্জন করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কারণে আমার পড়াশোনা শেষ হয় ২০০২ ইং সালে।

আমি ০০৫  ইং সালের ফেব্রুয়ারি মাসে ব্র্যাক এ ম্যানেজার হিসেবে যোগদান করি । প্রথমে চাপাইনবাবগঞ্জ তারপরে জয়পুরহাট তারপর বগুড়া তারপরে ঢাকা হেড অফিস। সেখান থেকে ব্রাঞ্চ রিভিউ ইউনিট মনিটরিং বিভাগের কর্মরত ছিলাম। এখানে টিম ইনচার্জ হিসাবে কর্মরত ছিলাম। রাজশাহী ডিভিশন ,বরিশাল ডিভিশন ,রংপুর ডিভিশন এবং ঢাকা ডিভিশনে ডিভিশনাল ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছি,। ব্র্যাকে প্রায় ১৫ বছর সফলতার সহিত চাকরি করেছি। আমার শারীরিক সমস্যার কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করি।

 বর্তমানে আমি স্টক বিজনেসের সাথে জড়িত রয়েছি'। আমার একটি ফার্মেসী রয়েছে সেখানে ওষুধ বিক্রি করি ,আমার একটি ট্রেডার্স রয়েছে তার মাধ্যমে সিমেন্ট বিক্রি করি। আলু চাষের প্রজেক্ট রয়েছে আলু চাষ করি এবং কোল্ড স্টোরে স্টক করে রাখি। অর্ডিনারি আইটি তে ভর্তি হয়েছি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স শিখছি। এখানে সফলতা পেলে এলাকার শিক্ষিত বেকার যুবকদের একটি আয়ের ব্যবস্থা করে দিতে পারব ইনশাআল্লাহ।


মোঃআমিনুল হক

গ্রাম মহব্বতপুর (হাজির বাড়ী )

ধুরইল ,মোহনপুর , রাজশাহী

বিএসসি অনার্স,  এমএসসি ( ভূগোল )

ফার্মাসিস্ট , বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল,ঢাকা






এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Hasi Online IT নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url